আওয়ামী লীগের গায়েবি মামলার জামিন নেওয়ার জন্য কোট বিল্ডিং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মাহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ২০১৮ সালে আমাকে পাঁচটি গায়েবি মামলা দেওয়া হয়ে ছিলো বর্তমানে দুইটিতে জামিনে আছি, আরো তিনটিতে হাজিরা দেওয়ার জন্য কোট বিল্ডিং আসতে হবে । আমি বেশ কিছু দিন যাবত অসুস্থ তাই আমি বাসায় বেড রেষ্টে আছি । এবং আমি চট্টগ্রাম টেরিবাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম অসুস্থতার কারণে আমি দায়িত্ব হস্তান্তর করে বাসায় রেষ্ট নিয়ে ছিলাম কিন্তু আমার এই অসুস্থ শরীরে কোট বিল্ডিং ছুটাছুটি করছি এই অবৈধ সরকারের মিথ্যা গায়েবি মামলা হাজিরা ও জামিনের জন্য ।
আবদুল মান্নান আরো বলেন, রাজনীতি নয়, গায়বি মামলায়ই আওয়ামী লীগের প্রধান হাতিয়ার । সরকার দেশে একদলীয় শাসন চালাচ্ছে। সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। কিন্তু মিথ্যা মামলা, হামলা, নির্যাতন- নিপীড়ন করে কোন স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে নাই, এই সরকারও পারবে না । amarbangla.tv
মান্নান আরো বলেন, জনপ্রিয়তা হারিয়ে আওয়ামী লীগ ২০১৮ সনে আবার ক্ষমতায় আসতে মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা দিয়ে ছিলো । আমরা হামলা মামলা কে ভয় করিনা । গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রামী জনতার পরাজয় ইতিহাস নেই । লুটপাট করার জন্য ধর্ষক বাহনী দূনীতিবাজদের কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে আজকে দেশের এই অবস্থা। জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হলে খালেদা জিয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই । amarbangla.tv
তিনি আরো বলেন, আজ দেশের কোনো মানুষের নিরাপত্তা নেই । আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ।শুধু নোয়াখালীর বেগমগঞ্জে নয়, সারাদেশে এই ধরনের অসংখ্য অপকর্ম সংঘটিত হচ্ছে সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে । জনগণকে জেগে উঠতে হবে, সন্ত্রাস- নৈরাজ্য- ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে । amarbangla.tv শেয়ার করুন ।