সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
আমার বাংলা টিভি ডেস্ক : আরেকটি ১/১১ ঘটাতে মরিয়া সরকার। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।
সরকারের এ চক্রান্ত কোনো দিনই আমরা সফল হতে দেবো না। প্রয়োজনে জীবন দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবো।
শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নিপীড়ন বিহীন ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, সরকারের অপকর্মগুলো এখন আসতে শুরু করেছে। আমরা সরকারের পতন চাই না, আপনারা সসম্মানে বিদায় নেন। সময় ফুরালে হয়তো আর এ সময়টাও পাবেন না।
তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার হাজারো দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এ দেলোয়াররাই রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে। আজ তারাই ক্ষমতার দাপটে মায়ের সামনে মেয়েকে কিংবা ঘরের দরজা ভেঙে ধর্ষণের মতো নিলজ্জ খেলায় মেতে উঠেছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ড. আবদুজ জাহের, নারিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বামজোট নেতা সাইফুল হক। সংহতি প্রকাশ করে ড. রোবায়েত ফেরদৌস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।