বঙ্গবন্ধু চত্বর দিয়েই শুরু হলো বিডি ক্লিন পত্নীতলা শাখার ১ম ইভেন্ট

বঙ্গবন্ধু চত্বর দিয়েই শুরু হলো বিডি ক্লিন পত্নীতলা শাখার ১ম ইভেন্ট

আমার বাংলা টিভি ডেস্ক/ মনিরুজ্জামান মুন্না, নওগাঁ জেলা প্রতিনিধিঃ পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন পত্নীতলা শাখার আনুষ্ঠানিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম ইভেন্ট সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪ঃ৩০ টায় পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া মোড়ে বঙ্গবন্ধু চত্বর ও তার আশপাশে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়।

বিডি ক্লিন সদস্য মোঃ সামিউল রাকিবের শপথ পাঠের মধ্য দিয়ে ও সংগঠনের পত্নীতলা টিম মনিটর রিফাত হোসেন এর সঞ্চালনায় এই কায্যক্রম শেষ হয়। আরো উপস্থিত ছিলো, মনিরুজ্জামান মুন্না, রালফি সাহারিন, মিম্মা রাজাকনা ফিহা
শিহাব, সৌরভ, জয়, রুপক,সুকান্ত সাহা সহ অন্যরা।

অল্প সংখ্যক সদস্যের সুশৃঙ্খল এক্টিভিটিতে অনেক বড় একটি অপরিচ্ছন্ন স্থান অল্প সময়ে পরিচ্ছন্নতায় রূপ নিলো। পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি তারা স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেই।