চান্দগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৮ ছবি আমার বাংলা টিভি ।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় গণধর্ষণের শিকার হয়েছে এক নারী। বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাঙ্গুনিয়া বাড়ী থেকে নগরীতে ফেরার পথে মৌলভী পুকুর পাড় এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের শিকার ওই নারীকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
সন্ধ্যায় সিএমপির উত্তর উপ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিজয় বসাক, উপ কমিশনার (উত্তর), সিএমপি জানায়, চাঁন্দাগাও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে রিকশা করে নিজ বাসায়া যাওয়ার পথে দুষ্কৃতিকারীরা তাকে আটকিয়ে একটি ভবনে নিয়ে যায়। সেখানে ৮/১০ জন মিলে তাকে ধর্ষণ করে। আটককৃতদের অধিকাংশই সিএনজি অটোরিকশা চালক।