ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন।
আমার বাংলা টিভি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) দিবাগত রাতে ১টার দিকে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের এপিএস মো. নূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) সকালে বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানো পরীক্ষার জন্য পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারিরীক অবস্থা ভালো রয়েছে।
Post Views: 74