চট্টগ্রাম মেডিকেলের বিছানায় ‘অসুস্থ’ আল্লামা শাহ আহমদ শফী।
আমার বাংলা টিভি ডেস্ক : একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে পদত্যাগ ঘোষণা করার পর অসুস্থতাবোধ করায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল ভর্ক্তি করা হলো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাটহাজারী মাদ্রাসা থেকে বাহির করে চট্টগ্রাম মেডিকেলে ভক্তি করা হয়েছে।
রাতে হঠাৎ অসুস্থতাবোধ করায় শফি হুজুরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে মাদ্রাসার শিক্ষকরা আমাদের জানিয়েছেন।
হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী হজুরকে চট্টগ্রাম মেডিকেলের চার তলায় ভর্ক্তি করা হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের খলিল ইকবাল।
Post Views: 76