৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ
পিন্টু, চান্দগাঁও যুবদলের আহবায়ক গুলজার হোসেন, নগর যুবদলের সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন মুকুল, মহিউদ্দিন জুয়েল, আসাদুজ্জামান রুবেল, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের আহবায়ক এসএম আলী,
৭ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন মনা, থানা যুবদলের সদস্য মহিউদ্দিন রুবেল, রাশেদ, শাহদাতসহ যুবদল নেতৃবৃন্দের উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে।
৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় এক প্রতিবাদ সভা ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসকান্দর মীর্জা, প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মঞ্জু, বিশেষ অতিথি ছিলে সহশ্রমবিষযক সম্পাদক আবু মুসা, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুনসি, নগর যুবদল সহসভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, তৌহিদুল ইসলাম রাসেল, ওমর ফারুক, হামিদুল হক, ওয়ার্ড বিএনপি নেতা দস্তগীর আলম, এম এ হামিদ দিদার, এম এ নাছের, মো. শফি, আলাউদ্দিন, আলী আকবর, ডা. রাহাত, সরওয়ার সেলিম, জাবেদ আলী, জুনায়েদ হোসেন রানা।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের শহীদ জিয়ার সূর্য সৈনিকদের মামলা হামলা, জেল জুলুম নির্যাতন করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না। বিরোধী মত তথা, জনগণের মুখ বন্ধ করতে আওয়ামীলীগের শেষ আশ্রয় পুলিশের সহাযতায় গায়েবী মামলা। আর এখন নিম্ন আদালতকে ব্যবহার করছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের
নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণের হাতিয়ার হিসেবে।
এ সময় বক্তারা আরো বলেন, বিএনপিসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের জসিম উদ্দিন, আবদুল গফুর, সাদেক হোসেন ইদু, মো. হাসান, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল’র যুগ্ম আহবায়ক বেলাল হামজা, হানিফ রানা, সুমন, আলী ইউসুফ, শাহজাহান, নাদের মিঠু প্রমুখ।