বিদ্যুতায়িত হয়ে ক্রেন অপারেটরের মর্মান্তিক মৃত্যু ছবি: সংগৃহীত
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ক্রেনের সাহায্যে মালামাল নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে ক্রেন অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাশে থাকা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসে। এতে পুরো ক্রেনটি বিদ্যুতায়িত হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় ক্রেন অপারেটর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করে।
Post Views: 80