প্রণব মুখার্জি আর নেই

 

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 

আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। ৮৪ বছর বয়সে সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় ১০ আগস্ট তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

সোমবার সকালে চিকিৎসকরা জানান, প্রণব মুখার্জির অবস্থার অবনতি হয়েছে এবং তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর বিকেলে তার ছেলে অভিজিৎ মুখার্জি তার মৃত্যুর খবর ঘোষণা করেন। প্রায় পাঁচ দশক ধরে ভারতের সংসদে প্রতিনিধিত্ব করে আসছেন সাত বারের সাংসদ প্রণব মুখার্জি।

রাজনীতিতে আসার আগে তিনি শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে দিল্লি রাজ্যসভা নির্বাচনের মধ্য দিয়ে আবির্ভাব ঘটে রাজনীতিক প্রণব মুখার্জির। সেখান থেকে তিনি আরও চারবার নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে পশ্চিববঙ্গের জাঙ্গীপুর থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন। ২০০৯ সালে তিনি পুননির্বাচিত হন। ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রণব মুখার্জি। ২০১৭ সালে তিনি তুমুল জনপ্রিয়তা ও সম্মান নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করেন। ২০১৯ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হন। amarbangla.tv শেয়ার করুন।