রাঙ্গামাটি কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ১০০’শত লিটার দেশীয় চৌলা মদ উদ্ধার আটক ১

রাঙ্গামাটি কাপ্তাইয়ে পুলিশের হাত আটক আটক মোঃ নজরুল ইসলাম। 

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দিন এর নির্দেশনার কাপ্তাই লগগেইট এলাকার একযোগে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩১ আগষ্ট) সকাল ৭টায় কাপ্তাই লগগেইট এলাকার হতে অভিনব কায়দায় পাচার করা সময় ১০০’শত লিটার দেশীয় চৌলাই মদ উদ্ধার করা হয় আটক করা হয় ১ জনকে।

যার আনুমানিক অর্থ মূল‌্য ৫০ থেকে ৬০ হাজার টাকা কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দিন জানান, আটক কৃত ব‌্যাক্তির নাম মোঃনজরুল ইসলাম পিতা : মৃত গোলাম মোকাদ্দেশ চৌধুরী তাঁর বাড়ি বাঁশখালী উপজেলা ৪ নং বাহার ছড়া ইউনিয়ন চাপাইছড়ি গ্রামে।

তিনি আরো জানান, মাদক ব‌্যাবসায়ী কাপ্তাই লগগেইট এলাকার হতে অবৈধ চৌলাই মদ চট্রগ্রাম উদ্দেশ‌্যে রইনা হবার জন‌্য গাড়ি অপেক্ষা করছিলেন তখন গোপন সংবাদ পেয়ে জরুরী ভিক্তিতে হাতে নাতে আটক করেছি বলে জানিয়েছেন।

সেসময় কাপ্তাই থানা এস আই মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন। এস আই খলিলুর রহমান জানান, তাদের কাছ থেকে ৫টি কুড়ার বস্তার মধ‌্যে অভিনব কায়দায় প্রতিটি বস্তায় ২০ লিটার করে সর্বমোট ১০০ লিটার দেশীয় চৌলাই মদ লুকিয়ে রাঙ্গামাটি সদর করে ইঞ্জিন চালিত বৌতে করে জীব তলী ঘাটে এনে কাপ্তাই লগগেইট হয়ে চট্টগ্রামে পাচার করা উদ্দেশ‌্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন।

এবিষয়ে আটককৃত ব‌্যাক্তির বিরুদ্ধে কাপ্তাই থানার এসআই খলিলুর রহমান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ে করেন এবং আটককৃত ব‌্যাক্তিকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে দৈনিক মুক্ত খবর প্রতিনিধিকে জানিয়েছেন। amarbangla.tv শেয়ার করুন।