ভেন্টিলেটরেই আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, শারীরিক অবস্থা অপরিবর্তিত
আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। আর্মি রিসার্চ অ্যান্ড রেফারল হাসপাতাল এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। হিন্দুস্তান টাইমস
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রণব মুখার্জির অবস্থা স্থিতিশীল, তবে তিনি অচেতন অবস্থাতেই আছেন এবং তাকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।’ সম্প্রতি পড়ে গিয়ে মাথায় আঘাত প্রণব, তারপরেই তার মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এনডিটিভি
সেই চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে দেখা যায় করোনাও বাসা বেঁধেছে তার শরীরে। গত সোমবার তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়, কিন্তু তারপরে তার অবস্থার উন্নতি না হলে তাকে ভেন্টিলেটর সহযোগিতায় রাখা হয়।
গত কয়েকদিন ধরেই প্রচার হচ্ছিল প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই প্রসঙ্গে তার ছেলে অভিজিৎ মুখার্জি বুধবার জানান, তার বাবার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তিনি একটি টুইট করে জানান একথা। প্রণব পুত্র লেখেন, আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবার রক্তচাপ এখন অনেকটাই স্থিতিশীল। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনার এই প্রার্থনা চালিয়ে যান এবং আমার বাবা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্যও প্রার্থনা করুন।