চট্টগ্রাম আইন কলেজ স্টুডেন্ট’স এসোসিয়েশন ব্যাচ ২০১৮ এর ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম আইন কলেজ স্টুডেন্ট’স এসোসিয়েশন ব্যাচ ২০১৮ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে নগরীর সিআরবি তে। এতে করোনাকালীন সামাজিক দুরত্ব মেনে সবাই অংশগ্রহণ করেন। ব্যাচ ২০১৮ এর বন্ধুবান্ধবী একত্রিত হয়ে খোশগল্প আর একে অন্যের সাথে ছবি তোলায় মেতে উঠে। এছাড়াও শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরবর্তীতে সবার করণীয়, সার্টিফিকেট গ্রহণ অনুষ্ঠান আয়োজন, ইন্টিমেশন প্রক্রিয়া সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিনশেষে সবার একটিই চাওয়া এই বন্ধুত্বের সম্পর্ক জীবন চলার পথে সহায়ক হিসেবে কাজ করবে সর্বদা।
ঈদ পুনর্মিলনী সমাপ্তির পর স্থানীয় একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম আইন কলেজ স্টুডেন্ট’স এসোসিয়েশন ব্যাচ ২০১৮ এর কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। প্রথম বারের মত গঠিত কার্যকরী কমিটি গঠিত হয় ২৮ সদস্যকে নিয়ে।
সভাপতি- মোজাম্মেল হক, সহ-সভাপতি: ইসমাইল হোসেন শিমুল, আবদুল খালেক সোহেল, উৎপল বড়ুয়া, সাদেক এহতেশাম, সাধারণ সম্পাদক : মোঃ আবু ছৈয়দ রোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক: মাহিম পারভেজ, নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: বেলাল মাহমুদ বাবুল, যুন্ম-সাংগঠনিক সম্পাদক: এস এম ফয়েজ, এ এইচ এম রাসেল, মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক: মোঃ নওশাদ আলম, উপ-অর্থ সম্পাদক : মোঃ ইলিয়াছ, তথ্য ও প্রচার সম্পাদক : মোহাম্মদ ফোরকান রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : রুবি আকতার, উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আবদুল্লাহ আল মামুন(সোহাগ), মহিলা বিষয়ক সম্পাদক : সাজেদা আকতার (লিলি), উপ-মহিলা বিষয়ক সম্পাদক : নাসিমা আকতার (রাফু), কার্যনির্বাহী সদস্য: সিরাজুল মোস্তাফা, মো: নুরু, মঞ্জুরুল আলম, ইফতেখার ফাহাদ, কেশব মজুমদার, তানিয়া আক্তার, শর্মী সেন, তাহারা খানম মুক্তা, আলপনা রায়।
গঠিত কমিটির সকল সদস্য চট্টগ্রাম আইন কলেজ স্টুডেন্ট’স এসোসিয়েশন ব্যাচ ২০১৮ এর সকল ব্যাচমেট বন্ধুবান্ধবীকে সাথে নিয়ে সবার সহযোগিতায় সামনে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবে বলে আশাব্যক্ত করেছেন। amarbangla.tv