টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চট্টগ্রাম-জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম নগরীরের বৃহত্তর কাপড়ের পাইকারী বাজারের ঐতিহ্যবাহী সংগঠন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চট্টগ্রাম-জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নানের পরিচালনায় সাহিত্য ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব জিয়াউল করিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অদ্য ২২ জুলাই বুধবার জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বির হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন।

এসময় আরও বক্তব্য রাখেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আমিনুল হক, সাবেক সভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম কক্সি, আলহাজ্ব আহমদ হোসেন। amarbangla.tv

এসময় আরও উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলমগীর, শেখ শহীদ সরওয়ার্দ্দী বাহাদুর, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক মোঃ আজগর আলী, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা, দপ্তর সম্পাদক আবু বক্কর বিন ইসলাম, অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইসতিয়াক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ দিদারুল আলম, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সামাদ, আলহাজ্ব হুমায়ুন কবির মানিক, আলহাজ্ব মোঃ মুসা, মোঃ জসিম উদ্দিন, আলহাজ্ব এনামুল হক সওদাগর, এনামুল হক চৌধুরী, আলহাজ্ব আব্দুর রহিম প্রমুখ।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি টেরীবাজার ব্যবসায়ী কর্মচারীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্বাস্থ্য সেবার আশ্বাস প্রদান করেন। শেয়ার করুন।