পর্দার ধোনি’ সুশান্তের মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন।
আমার বাংলা টিভি ডেস্কঃ বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত। পরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। কিন্তু আজ আচমকা এলো তার মৃত্যুর খবর। পর্দায় মহেন্দ্র সিং ধোনির রূপ দেয়া সুশান্তের মৃত্যুতে কাঁদছে লাখো ভক্ত।
মাত্র ৩৪ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করার সিদ্ধান্ত, তা বাস্তবায়নও করেছেন। নিজের কাজের মাধ্যমে কোটি দর্শককে মোহাবিষ্ট করা সুশান্ত সিং রাজপুত সবাইকে ভাসিয়েছেন শোকের সাগরে।
কাই পো চে, এমএস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করা সুশান্ত ক্রিকেট মহলে বেশ জনপ্রিয় নাম। তাই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না ক্রিকেটাঙ্গনের অনেকেই।
শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং ও রবী শাস্ত্রীসহ একঝাঁক ভারতীয় তারকা ক্রিকেটার সুশান্তের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছে। সেই সঙ্গে হরভজন সিং, মোহাম্মদ কাইফ, ক্রুনাল পান্ডিয়া, ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, আকাশ চোপড়া, ঋদ্ধিমান সাহা, সুরেশ রায়না, অনিল কুম্বলে ও শিখর ধাওয়ানও রীতিমত বাকরুদ্ধ এ তারকাকে হারিয়ে। শেয়ার করুন।