রোববার থেকে পুঁজিবাজারে চালু হচ্ছে লেনদেন কার্যক্রম

রোববার থেকে পুঁজিবাজারে চালু হচ্ছে লেনদেন কার্যক্রম। 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ পুঁজিবাজার নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতিক্রমে আগামী রোববার থেকে লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

বৃহস্পতিবার ডিএসইর সনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মো. শফিকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানানো হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায়সহ সব প্রকার সুরক্ষা নিশ্চিত করে এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন কার্যক্রম চলবে। সেই সঙ্গে কিয়ারিং হাউজের কার্যক্রমসহ সব প্রকার দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

আরও জানানো হয়, রাজধানীর মতিঝিলের ডিএসই বিল্ডিং এবং ডিএসই এনেক্স বিল্ডিংয়ে প্রবেশের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। ট্রেকহোল্ডার এবং ট্রেকহোল্ডার কোম্পানির সব কর্মকর্তা কর্মচারী ও বিনিয়োগকারীদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এরপর ১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। শেষ পর্যন্ত ৭ দফায় ৩০ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়। সরকারের এ সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে দেশের উভয় পুঁজিবাজারের সব কার্যক্রম বন্ধ রাখা হয়।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, অফিস প্রাঙ্গণে প্রবেশের জন্য প্রতিবার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা, ব্রোকারেজ হাউজে কর্মচারী এবং ক্লায়েন্টদের মাস্ক সরবরাহ করতে হবে। দর্শনার্থীদের অফিসে প্রবেশ করতে নিরুৎসাহিত করতে হবে। কর্মীদের শিপটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। শেয়ার করুন।