ছাত্রলীগ নেতা অজয় ঔষধ ব্যবসায়ী বিজয় মহাজনের বাবার মৃত্যু

অজয় মহাজন ও বিজয় মহাজনের বাবার মৃত্যুতে পরিবারের শোক প্রকাশ।

আমার বাংলা টিভি ডেস্কঃ প্রবাসী রাখাল চন্দ্র মহাজন, গত ১৯শে মে ২০২০ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১.১৫ মিনিটে দোহা কাতারে হামার্দ হাসপাতালে মৃত্যুবরন করেন। তার শান্তি কামনায় পরিবার বর্গ থেকে শোক প্রকাশ করেছেন।

স্বর্গীয় রাখাল চন্দ্র মহাজন ( বয়স ৬২ ) এক স্ত্রী বীনা রানী চোধুরী, ও দুই ছেলে পৃথিবীতে রেখে পরলোকগমন করেন। তার কোন মেয়ে সন্তান নাই তার বড় ছেলে বিজয় মহাজন, ছোট ছেলে অজয় মহাজন। amarbangla.tv

বিজয় মহাজন বর্তমানে ঔষধ ব্যবসা করেন। তিনি চট্টগ্রাম মহানগর হাজারী গলি ঔষধ ব্যবসায়ী সমিতির সদস্য ও অজয় মহাজন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের ক্রীড়া সম্পাদক পদে নিয়োজিত আছেন।

তার ছোট ছেলে অজয় মহাজন আমার বাংলা টিভিকে বলেন, আব্বুকে বাংলাদেশে আনতে পারি নাই পরিস্থিতির ( করোনা ভাইরাস) কারনে দেশে আনতে দেয় নাই। আমরা অনেক চেষ্টা করেছি কাতারে, কিন্তু সারা বিশ্বে মহামারী পরিস্থিতির কারণে দেশে আনা সম্ভব হয় নাই। ধর্মীয় নিয়ম অনুুযায়ী ঐ দেশেই আমার বাবার কাজ সম্পন্ন করেছে। এমনে আমরা পারিবারিক ভাবে এবং ধমীয় নিয়ম অনুসারে আমরা এখানে ও করছি।

অজয় ও বিজয় মহাজনের পিতা স্বর্গীয় ( রাখাল চন্দ্র মহাজন ) এর মৃত্যুতে পরিবারবর্গে, রাজনৈতিক নেতৃবৃন্দ, চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী, সমাজ, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদসহ চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। amarbangla.tv

স্বর্গীয় রাখাল চন্দ্র মহাজনের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে শান্তি কামনায় আর্শিবাদ ও দোয়া চাইলো তাহার স্ত্রী, ছেলে বিজয় ও অজয় মহাজন। শেয়ার করুন।