ছাত্রনেতা সফিউদ্দিন বাপ্পির সেহেরি বিতরণ

 

চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের তত্ত্বাবধানে ছাত্রনেতা সফিউদ্দন বাপ্পির সেহেরি বিতরণ।

আমার বাংলা টিভি ডেস্কঃ সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশ অঘোষিত লকডাউনে রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শিতা ও আগাম পদক্ষেপের কারণে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বন করতে গিয়ে অসহায় হয়ে পড়ে সাধারণত মানুষ ও অনাথ এতিম ছেলে মেয়েরা। কারণ সাধারণ মানুষের আয় ইনকাম বন্ধ হওয়ার কারণে অনাথ, এতিম ছেলে মেয়েরা সাহায্য বা খাবার পাচ্ছে না।

চট্টগ্রাম বিআরটিসি ফলমন্ডিস্থ অনাথ, এতিম, ছেলে মেয়েদের আশ্রয় স্থান, অপরাজয় বাংলাদেশ নামে একটি শেল্টার হোমের শিশু সহ পথচারী সাধারণ মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের তত্ত্বাবধানে চট্টগ্রামের ছাত্রনেতা সফিউদ্দিন বাপ্পির পক্ষ থেকে ৬০ জন রোজাদার শিশু ও পথচারী মাঝে, মধ্যে রাতে সেহেরি খাবার বিতরন করছেন।

এসময় সফিউদ্দিন বাপ্পি বলেন, দেশে এই মুহূর্তে সব কিছু বন্ধ হোটেল, রেষ্টুরেন্ট ভাত ঘর ইত্যাদি বন্ধ হওয়ার কারণে অনাথ এতিম ছেলে মেয়েরা ও পথচারীদের সেহরির খাওয়া অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, একেবারে যেন কষ্টের শেষ শিমানায়। তাই আমার বড় ভাই ও অভিভাবক সিটি মেয়র আ জ ম নাছির ভাইয়ের তত্ত্বাবধানে আমি শেল্টার হোমের শিশু ও পথচারীদের মাঝে সেহরির বিতরণ করছি। আশা রাখি এর মাধ্যমে অসহায়, শিশু পথচারী, হতদরিদ্ররা কিছুটা হলেও সেহরির সংকট থেকে উত্তোরিত হবে এবং সেহরির বিতরণ কর্মসূচী চলামান থাকবে।

তিনি আরো বলেন, যাকাতের টাকা গুলোএদিক ওদিক নষ্ট না করে অসহায় পরিবার ও শেল্টার হোমের শিশু দের খাবারের আয়োজন করার জন্য এবং প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, হাট-বাজার ও রাস্তা-ঘাটে ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করুন।

এসময় উপস্থিত ছিলেন, মহসিন কলেজ ছাত্রনেতা এনাম হোসেন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রনেতা আজাদ হোসেন সাব্বির, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মঈন খাঁন প্রমখ।নিউজটি শেয়ার করুন ।