চন্দনাইশ ক্লাবের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা নিতে পারবেন হেল্পলাইন নাম্বারগুলোতে কল করে ঘরে বসেই যেকোন শারীরিক অসুস্থতার বিষয়ে পরামর্শ নিতে পারবেন যে কোন প্রান্ত থেকে।
আমার বাংলা টিভি ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কড়াল থাবায় দিনকেদিনকে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। উন্নত বিশ্বের দেশগুলো যখন মৃত্যুর মিছিল গুনছে। উন্নয়নশীল দেশ ছোট একটি রাস্ট্র বাংলাদেশ তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেস্টা করে যাচ্ছে মহামারী প্রতিরোধে। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন।হাসপাতালগুলোতে করোনার ভাইরাসজনিত বাড়তি চাপ। প্রতিদিন বাড়ছে রুগীর সংখ্যা। মহামারী করোনা ছাড়াও অন্যান্য স্বাভাবিক রোগাক্রান্ত রুগীর সংখ্যাও প্রচুর। নিউজটি শেয়ার করুন।
আবার করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষজ্ঞরা সাধারণ জ্বর, সর্দি-কাশিও অন্যান্য অসুস্থতার আক্রান্ত রুগীদেরকে ঘরে বসে স্বাস্থ্যসেবা নেয়ার পরামর্শ দেন। এমন জটিল পরিস্থিতিতে রুগীদের চিকিৎসা নিতে হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হওয়াটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে এই মূহুর্তে। ফলে স্বাভাবিক রুগীরা চিকিৎসা সেবা নিয়ে এক ধরনের দ্বিধা দ্বন্দের মধ্যে ভুগছেন।পাচ্ছেন না প্রয়োজনীয় স্বাস্বসেবা। নানা জটিলতার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ রুগীদের। স্বাস্থ্যখাতের এই ভোগান্তিতে যখন দেশব্যাপী জনগণ তখনি দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে এসেছে চন্দনাইশ ক্লাব। তারা উদ্যোগ নিয়েছেন টেলি-মেডিসিনের। টেলিফোনের মাধ্যমে রুগীরা পাবেন ডাক্তারদের পরামর্শ প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
এই বিষয়ে মোঃরাকিবুল হুদার কাছে জানতে চাইলে তিনি আমার বাংলা টিভিকে বলেন, “অতীতের যেকোন সময়ের মতো আমরা চন্দনাইশ ক্লাব দেশ ও জনগনের সেবায় ঐক্যবদ্ধ। আমাদের মেডিকেল হেল্পলাইন নাম্বারগুলোতে কল করে ঘরে বসেই যেকোন শারীরিক অসুস্থতার বিষয়ে পরামর্শ নিতে পারবেন যে কোন প্রান্ত থেকে। এই মহামারি’র সময়ে সবার জীবনকে কিছুটা সহজ করার জন্যই আমাদে র এই উদ্যোগ তাই সকলে ঘরে থেকে নিরাপদে থেকে স্বাস্থ্যসেবা নিবেন। আতংকিত নয়, সকলে সচেতন হয়েই আমরা করোনা প্রতিরোধ করবো”।
১)ডাঃমোহাম্মদ ইসহাক এম.বি.বি.এস,বি.সি.এস(স্বাস্থ্য) মেডিকেল অফিসার, দোহাজারী হাসপাতাল নাম্বারঃ ০১৩০১-০১০৪৪৭
২)ডাঃমইনুদ্দীন মুন্না এম.বি.বি.এস,পিজিটি(মেডিসিন,চর্মও যৌন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নাম্বারঃ০১৬৭৭-৬৮৫৫২১
৩)ডাঃআহমেদ রিজওয়ান আনোয়ার মাশরাফী এম.বি.বি.এস,পিজিটি(কার্ডিওলোজি) সাওল হার্ট সেন্টার,চট্টগ্রাম নাম্বারঃ০১৬৭৩-৯৪০১৩৫
৪) ডাঃআরিফ ইনায়েত এম.বি.বি.এস,পিজিটি(কার্ডিওলোজি) সিএসটিসি মেডিকেল,চট্টগ্রাম নাম্বারঃ০১৮৩০-০৯২১৯২ ৫)ডাঃমোশারফ তানভির এম.বি.বি.এস,ডিটিসিডি এনআইডিসিএস হসপিটাল নাম্বারঃ০১৮১১-৮০৭৫১৫
৬)ডাঃজুবায়ের চৌধুরী এম.বি.বি.এস ইউএসটিসি মেডিকেল কলেজ নাম্বারঃ০১৩১৬-৫৩৪৮০৮