গরীব,অসহায়,কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন খোকন চৌধুরী

খাদ্য সামগ্রী বিতরণ করছে খোকন চৌধুরী 

নিউজ ডেস্ক: স্বতন্ত্র চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরীর পাশাপাশি বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার’সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করেছেন। এছাড়া এলাকা পর্যায়ে বিতরণের জন্য তিনি তার নেকার্মীদের নিকট বিপুল সংখ্যক মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

তিনি আরও বলেন, কারো মাঝে করোনা ভাইরাসের লক্ষণ পরিলক্ষিত হলে লজ্জা না করে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। ফলে নিজে সুস্থ হওয়ার পাশাপাশি আশপাশের মানুষেরা করোনার প্রকোপ থেকে মুক্ত থাকবে। তিনি বায়জিত থানা নিকুঞ্জ আবাসিক এলাকায় ত্রাণ বিতরণ করছেন তৃণমূল এনডিএম এর চেয়ারম্যান ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন নিবার্চন ২০২০ স্বতন্ত্র হাতি মার্কা মেয়র পদপ্রার্থী চট্রলার অহংকার তৃণমূলের বন্ধু জননেতা খোকন চৌধুরী

এ সময় তিনি অসহায় মানুষদের চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর সভাপতি কবির শাহ, হাটহাজারী নেতা যিশু দেব, মোঃ রুবেল, টিটন শীল, বাবলু দেবসহ অনেক নেতৃবৃন্দ।