আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম, ২৯ আগস্টঃ দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় মোট ৫০১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে ২১০১ টিইইউএস ইমপোর্ট ও ২৯১৮ টিইইউএস এক্সপোর্ট কনটেইনার।
গত ৭ জুলাই ২০২৫ থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসের (১ আগস্ট থেকে ২৮ আগস্ট) মধ্যে সিডিডিএল পরিচালিত চারটি বার্থে মোট ১,০৯,২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা প্রতিদিন গড়ে ৩৯০৩ টিইইউএস। এটি পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি প্রবৃদ্ধি।
এর আগে, সিডিডিএল দায়িত্ব নেয়ার পর ৪৯ দিনে (৭ জুলাই থেকে ২৫ আগস্ট) মোট হ্যান্ডলিং হয়েছে ১,৭৪,৯৩১ টিইইউএস। একই সময়ের আগের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬.৬৬ শতাংশ।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিডিডিএল দায়িত্ব নেয়ার পর থেকে জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট ও সিএন্ডএফ শেডসহ গেটগুলোতে দক্ষ ব্যবস্থাপনা চালু হয়েছে। ফলে পূর্বের জটিলতা দূর হয়ে কার্যক্রম দ্রুত সম্পন্ন হচ্ছে।
চট্টগ্রাম ড্রাই ডকের এ সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। একইসাথে, সুশৃঙ্খল কনটেইনার হ্যান্ডলিং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি করবে। www.amarbangla.tv