আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার ফেনী থেকে আগত তিন বন্ধু ও স্থানীয় দুই বন্ধুসহ ৫ বন্ধু মিলে মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে যায়। কিন্তু, একসময় তারা ট্রেইলে পথ হারিয়ে ফেলে।
বুধবার (৯ জুলাই) সকালেও পর্যটকের দলটি ফিরে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল খোঁজাখুঁজি করে দুই পর্যটকের মরদেহ এবং বাকি তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন- আফরান গালিব ও মো: হৃদয়। এরা দুজনই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
উল্লেখ্য, বিপজ্জনক হওয়ায় চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলটি ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবছর পর্যটকরা ঝুকি নিয়ে ট্রেইলটি ঘুরতে যান।