আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৯তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৪ পর্বের তৃতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের মোট ৪২২ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ২০ লক্ষ ৬১ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান ০৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার মাইজভাণ্ডার দরবার শরিফস্থ দরবার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও এসজেড এইচ এম বৃত্তি তহবিলের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। এ ট্রাস্ট গতানুগতিক ধারার বাইরে গিয়ে অনেক ইতিবাচক কাজ করছে যা সর্বসাধারণের নিকট সত্যিই প্রশংসিত। ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন টেকনিক্যাল ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করে মানব সম্পদে পরিণত করছে। দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্্জিল প্রতিষ্ঠিত এসজেডএইচএম ট্রাস্ট মানবতার খেদমতে সবচেয়ে গোছানো কর্মসূচি উপহার দেন।
তিনি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ট্রাস্টকে ধন্যবাদ জানান এবং ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি সমাপনি বক্তব্যে প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাস্টের বিভিন্ন মানবিক কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা সঠিক পরিচর্যার অভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তাদের সঠিক গাইডলাইন ও মনিটরিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী শারমিন আক্তার ও ছিপাতলী আজিজিয়া মইনিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রিয়াজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী মোহাম্মদ নুরুল আবছার, নাতে মোস্তফা(দ.) পরিবেশন করেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ আরমান উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক প্রফেসর তাজুল ইসলাম চৌধুরী, ডা. কৌশিক সায়মন শুভ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯ জন প্রতিবন্ধী সহ মোট ১০৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৬,৮৭,০০০ টাকা, দ্বিতীয় পর্যায়ে লোহাগাড়া উপজেলার ১১৮ জন দরিদ্র মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে ৪ লাখ ৫৪ হাজার টাকার শিক্ষাবৃত্তিসহ ২০২৪ পর্বে মোট ৬৪৩জন শিক্ষার্থীকে ৩২ লক্ষ ২ হাজার টাকা প্রদান করা হয়। www.amarbangla.tvশেয়ার