জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬ তম আসরে কুমিল্লার রাশেদ বলীকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন একই জেলার বাঘা শরীফ বলী। বলীখেলা দেখতে দুপুর থেকে নগরীর লালদিঘী মাঠ ভরে যায় বিভিন্ন বয়সী মানুষে। বলীখেলাকে কেন্দ্র করে গতকাল থেকে লালদিঘী এলাকার কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে তিনদিনব্যাপী বৈশাখী মেলাও।

১১৬ বছর আগে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু করেন বলী বা কুস্তি খেলার। এরই ধারাবাহিকতায় সেই থেকে প্রতিবছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হয়ে আসছে জব্বারের বলীখেলা।

১১৬ তম আসরে অংশ নেন ৮০ জন বলী বা কুস্তিগীর।বিকেলে বলীখেলার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। কুমিল্লার রাশেদ বলীকে হারিয়ে এবারো টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন একই জেলার বাঘা শরীফ বলী।

শতবছরের ঐতিহ্যের এই আয়োজন কেবলই শক্তিমত্তার প্রদর্শন নয়, বলীখেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলা। যেখানে বাহারি সব পণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের নানা জেলার কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী।

হাড়িপাতিল থেকে শুরু করে শীতল পাটি,পাখা, ঝাড়ু, মাটির তৈরী তৈজসপত্র ,আসবাবপত্র সবই এই মেলায় পাওয়া যাওয়ায় সারাবছর চট্টগ্রামসহ এর আশপাশের বিভিন্ন উপজেলার বাসিন্দারা অপেক্ষায় থাকে এ মেলার।

বলীখেলা শেষে বিজয়ী বলীর হাতে পুরস্কার তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তারা। বলীখেলা শেষ হলেও আগামীকাল পর্যন্ত চলবে বৈশাখী মেলা।