দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আবুল হাশেম বক্কর

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। গণতন্ত্রের যে আরও শর্ত আছে অর্থাৎ, সুষ্ঠু নির্বাচন সেদিকে হাঁটতে হবে। প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান ও পুলিশ প্রশাসন সবকিছুতে সংস্কার দরকার। কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ করে এটা নিয়ে তর্কবিতর্ক করলে হবে না। কারণ বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। তাই এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বুধবার (৫ মার্চ) বিকালে নগরীর এনায়েত বাজার বাটালি রোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে এনায়েত বাজার ওয়ার্ডের সু‌বিধা ব‌ঞ্চিত মানু‌ষের মা‌ঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে হাসিনা পতনের পর দ্রুত সংস্কার ও নির্বাচন যখন কাঙ্খিত ছিলো, তখন সরকারের একাংশ ও একটি অদৃশ্য শক্তি নানা অজুহাতে নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করে নির্বাচন এবং সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচন প্রলম্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে হাজার হাজার ছাত্র তরুণের রক্তের ওপর প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না।

২২নং এনা‌য়েত বাজার ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি আ‌লি আব্বাস খা‌ঁনের সভাপ‌তি‌ত্বে ও মহানগর স্বেচ্ছা‌সেবক দলের সা‌বেক যুগ্ম সম্পাদক আ‌লি মর্তুজা খাঁনের প‌রিচালন‌ায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পির সা‌বেক সহ সাধারন সম্পাদক মো. জ‌হির আহম্মদ, সা‌বেক সদস‌্য ও সা‌বেক কাউ‌ন্সিলর এম এ মা‌লেক, সাবেক সদস‌্য আলমগীর আ‌লি। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএন‌পি নেতা মাহাবুব র‌ানা, মুসা আলম, মো. সে‌লিম, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ শম‌সের আলী, মো. জ‌হির, আবদুল্লাহ আল হাসান সোনা মা‌নিক, মো. জা‌হিদ, আলি আক্কাস, আবু সুলতান সা‌নি, সিরাজুল ইসলাম রাজু প্রমূখ।