ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া সেই চেয়ারম্যান বরখাস্ত

ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া সেই চেয়ারম্যান বরখাস্ত করা হয়েছে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ ছবি তুলে ত্রাণ কেড়ে নেয়া চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।রবিবার বিকালে তার বহিষ্কার আদেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

বরখাস্ত হওয়া ইউনিয়র পরিষদ চেয়ারম্যান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘ত্রাণ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাপুরের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।

ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১নং প্যানেল চেয়ারম্যান। ’
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছার গত ৬ এপ্রিল ত্রাণ দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে নেয়। এরপর ফটোসেশন করে তাদের কাছ থেকে ত্রাণ কেড়ে নেয়।

এর প্রতিবাদ করায় ওই পরিবারগুলোর উপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। এ ঘটনা বিভিন্ন সংবাদ মাাধ্যমে প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। এরপর বিতর্কিত এ চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়।