বিশৃঙ্খলাকারীদের শক্তহাতে প্রতিরোধ করতে হবে শাহ আলম

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে আবদুল হালিম (শাহ আলম) যুগ্ম আহ্বায়ক ও এডভোকেট আয়েশা আক্তার সানজি এ.পি.পি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। আজ সন্ধ্যায় ১৪ নং লালখান বাজার ওয়ার্ড় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে লালখান বাজার তুলা পুকুর পাড়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইউসুফ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম (শাহ আলম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানার বিএনপি নেতা ওমর ফারুক, খুলশী থানা ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, মহানগর যুবদল নেতা নুর হোসেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার সানজি এপিপি।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, ৫ আগষ্ট পর থেকে বাংলাদেশ থেকে স্বৈরাচারী, লুটরাজ পালিয়ে গেছে। বিগত সময়ে লালখান বাজারকে অশান্ত করার জন্য কিছু কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে আমাদের অসংখ্য রাজনৈতিক ব্যক্তিকে কারাগারে আটক রেখেছিলেন। আসলেই তারা চেয়েছিলেন শান্ত লালখান বাজারকে অশান্ত করার কিন্তু এবার আর সফল হতে দিবে না। ৫ আগষ্ট যেভাবে শক্তহাতে প্রতিরোধ করা হয়েছে ঠিক সেভাবে বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ করা হবে। যারা বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে তাদের কোনোভাবে ছাড় না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

তিনি আরো বলেন, এই বাংলাদেশে কোনো সংখ্যা লুঘু নেই আমরা সবাই বাংলাদেশী, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র পদধূলি করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ।

এসম বক্তারা বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাঁকে ধরে আইনের হাতে তুলে দিন। বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় উপস্থিত ছিলেন , খুলশী থানা কৃষক দলের সদস্য সচিব মোক্তার হোসেন, মো: জামাল হোসেন, খুলশী থানার যুগ্ম আহ্বায়ক হাবিবউল্লাহ লালু, মো: ফারুক , মো: আমির, সাজ্জাদ মোঃ ইসমাইল. দেলোয়ার. জুয়েল জানে আলম বাচা. জামাল. সুজন. মোকতার. সাজু রাজন সাজ্জাদ ইমাম শুক্কুর হোসেন ফারুক আমির আজিম আলমগীর কালু সোহেলসহ ১৪ নং লালখান বাজার ওয়ার্ড় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা। www.amarbangla.tv শেয়ার