আমার বাংলা টিভি ডেস্ক: অন্তর্বতী সরকার কর্তৃক ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করায় দক্ষিণ জেলা ছাত্র দলের আনন্দ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি নগরীর বায়েজিদ রিং রোড় সলিম পুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো: পারভেজ চৌধুরী, ১০ নং সলিম পুর ইউনিয়ন ছাত্র দল নেতা মো: রিদোয়ান, ইয়াসিন সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ চৌধুরী বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে শেখ হাসিনার পতন হলেও দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। শেখ হাসিনার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় ভূলুণ্ঠিত হয়ে যেতে পারে। আওয়ামী প্রেতাত্মারা এখন সমাজে ও রাষ্ট্রের ভিতরে অবস্থান করছে।
পারভেজ আরো বলেন, প্রশাসন এখনো আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছেনা। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই ছাত্র লীগ নিষিদ্ধের আনন্দ মিছিল পূর্ব সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। অন্যথায় জনগনকে সাথে আওয়ামী সন্ত্রাসী ও প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা তাদের প্রেতাত্ত্বাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে।
বিকালে অন্তর্বতী সরকার কর্তৃক ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করায় দক্ষিণ জেলা ছাত্র দল আয়োজিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো: পারভেজ চৌধুরী এইসব কথা বলেন। www.amarbangla.tv শেয়ার