শান্তির সমাজ গড়তে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ নুর হোসেন নরু

 

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দল বাকলিয়া শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে- এ মিলাদুন্ননবী (স:) উদযাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট বাকলিয়া থানা শাখা শ্রমিকদলের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক একরাম এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মৌলানা সরোয়ার কামাল আলকাদেরী অধ্যক্ষ গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও খতিব হযরত পেয়ারী শাহ্ (রহঃ) শাহী জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা নুর হোসেন নরু।

এইসময় যুবদলনেতা নুর হোসেন নরু বলেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে মন দিবেন। আমরা মনে করি তারা কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে সময় সুযোগ দিতে চাই। আমরা স্বৈরতন্ত্রের পতনের পরে মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামী দিনে সঠিক রাজনীতি এবং জনগনকে সঙ্গে নিয়ে আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবো। শান্তির সমাজ গড়তে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।

নতুন ব্রীজস্থ চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দল বাকলিয়া শাখার অফিস সংলগ্ন রাস্তায় পবিত্র জশনে জুলুসে ঈদে- এ মিলাদুন্ননবী (স:) উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র জশনে জুলুসে ঈদে- এ মিলাদুন্ননবী (স:) উদযাপনে সারা পৃথিবীর মুসলিম সমাজসহ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিগত ১৫ বছরে এবং ছাত্র জনতার আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, প্রধান অতিথি ও প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মৌলানা সরোয়ার কামাল আলকাদেরী অধ্যক্ষ গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও খতিব হযরত পেয়ারী শাহ্ (রহঃ) শাহী জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম।

এসম বক্তারা বলেন, ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্যে বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে আমরা পবিত্র জশনে জুলুসে ঈদে- এ মিলাদুন্ননবী (স:) মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। এখন আমরা যেকোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ রিমন, মাওলানা শফিউল হক আশরাফী সাহেব, মাওলানা সেলিম উদদীন আলকাদেরি সাহেব, চাক্তাই মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন মিন্টু কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব ইউসুফ খান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, কাজী মুহাম্মদ বাহাউদ্দীন ফারুক (মুন্না), আবদুস সাত্তার সহ নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতাদের মধ্যে কবির উদ্দিন, মো: কাইছার, মো: মনির, মো: পারভেজ, মো: ফরহাদ, সৌরভ হোসেন, আবদুল মোতালেব, কাওছার, আল আমিন, মো: হারুন, মো: সোলাইমান, মো: আরিফ, মো: হৃদয়, মো: ইমরানসহ নেতৃবৃন্দ। www.amarbangla.tv