বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আমার বাংলা টিভি ডেস্ক: খুনি হাসিনার দোসর ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোকারী আওয়ামী সন্ত্রাসীদের গডপাদার ও অর্থের যোগানদাতা তথা কথিত সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদদীন কর্তৃক চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চন্দনাইশ সদরে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা সন্ত্রাসী গডফাদার জসিমকে চন্দনাইশে অবানচিত ঘোষণা করে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা না হলে চন্দনাইশ বিএনপি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন। সমাবেশ শেষে উপজেলা র প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে প্রতিবাদ সমাবেশ শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন,, প্যানেল মেয়র মাসুদুর রহমান,, মাহামুদুর রহমান,, আকম মোজাম্মেল, মাহবুবুর রহমান, নরুল কবির, আবদুল মান্নান রানা।

পৌরসভা বিএনপির আহবায়ক মাহামুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম চৌধুরী, দোহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব বাবু খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদুর রহমান, বিএনপি নেতা জসীম উদ্দিন মিন্টু, মোহাম্মদ মহসিন, শামসুদ্দিন মেম্বার, সিরাজুল মোস্তফা, শহিদুল ইসলাম মিজান, নুরুল হুদা বাবর, সেলিম ভূইয়া, আকতার, আইনুল হুদা, দক্ষিণ জেলা যুবদল নেতা আল মাহমুদ হিরু, নুরুল কবির কমিশনার, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতেখার সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, দোহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, যুবদল নেতা জয়নাল, মাসুদ, ফোরকান, জাকের, সায়েম, শিবলি, ছাত্রদল নেতা আবদুল মান্নান রানা, আমিনুল ইসলাম, রিয়াদ হোসেন, হাসান, রবি প্রমূখ।