টেরীবাজার ব্যবসায়ী সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপি করোনা ভাইরাসের ক্রান্তিকালে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল আমিন এর উদ্যোগে টেরীবাজার ব্যবসায়ী সমিতির অডিটর সম্পাদক মোঃ এমরানুল হক সাইয়েদের সার্বিক পরিচালনায় অদ্য ১০এপ্রিল জুমাবার সন্ধ্যা ৬ টায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিকিউরিটি গার্ড ও টেরীবাজার এলাকার বিভিন্ন মার্কেটের দারোয়ানদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান বলেন সিকিউরিটি গার্ড ও দারোয়ানদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলারও মরামর্শ প্রদান করা হয় এবং বন্ধ অবস্তায় সবাইকে সচেতন হয়ে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন।

তিনি আরো বলেন যে কোন দূর্যোগের সময় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।এমন সময়ে এই আয়োজনের জন্য আলহাজ্ব নুরুল আমিন ও অডিটর সম্পাদক মোঃ এমরানুল হক সাইয়েদকে ধন্যবাদ জানান।

এ সকল খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান, অর্থ সম্পাদক আবু তাহের, টেরীবাজার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ কফিল উদ্দিন প্রমূখ।