টেরীবাজার ব্যবসায়ী সমিতির স্মার্ট অফিস পরিদর্শন করেন সভাপতি আমিনুল হক আমিন

 

আমার বাংলা টিভি ডেস্ক: স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন।

২৩ অক্টোবর রোজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির স্মার্ট অফিস পরিদর্শন ও কার্যকারী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক আমিন বলেছেন, স্মার্ট বাংলাদেশ যাদের জন্য গড়ে তোলা হবে তারা হচ্ছেন দেশের নাগরিক। দেশের প্রতিটা নাগরিক ও ব্যবসায়ী যদি স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, তা হলে স্মার্ট বাংলাদেশ খুব সহজেই গড়ে উঠবে। যে দেশের নাগরিক ও ব্যবসায়ী যত বেশি স্মার্ট, সেই দেশ তত বেশি উন্নত এবং শান্তিপূর্ণ। তাই দেশের জনগণকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এসময় সভাপতি আমিনুল হক আমিন আরো বলেন, স্মার্ট গভার্মেন্ট, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট শিল্প কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্যি, কৃষিসহ সকল ক্ষেত্রে রোবোটিকস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করা হবে। তার সরকার ইতোমধ্যে সকল ক্ষেত্রে গবেষণার উপরও জোর দিচ্ছে।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক আমির এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক, মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এ-সময় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, সিনিয়র সহ- সভাপতি নরুল আবছার।
এ-সময় কার্যকারী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।