আমার বাংলা টিভি ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মূল প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগান কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোঃ তানভীর হোসেন ।
শুক্রবার বিকালে ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বনজ ও ভেষজ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। চান্দগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোঃ তানভীর হোসেন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৫ জুন শুরু হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩। বৃক্ষরোপণের প্রাক্কালে নেতা-কর্মীকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে খালি জায়গায় বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগঠক সোহেল রানা, নগর সেচ্ছাসেবক লীগের সংগঠক মোঃ মহিউদ্দিন, নগর সেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ সিরাজ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সংগঠক মোঃ ইকরাম ফারুকী,মোঃ গিয়াস, মোঃ খোকন, বাবলু, রাহিম, প্রান্ত পাল, মোঃ ইমতিয়াজ, জাহেদ হোসেন রকি, শাকিল হোসেন আরো অনেকে।