মৌলবাদীর বিরুদ্ধে এমপি লতিফ এর পক্ষে হাজার হাজার নারী রাস্তায়

 

আমার বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে স্বাধীনতা নারীশক্তি। মিছিলে নারীদের হাতে ছিল বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী আর এমএ লতিফের ছবি। প্লেকার্ডে লেখা ‘মৌলবাদ আর জঙ্গি বিএনপির সঙ্গী’। ব্যানারে লেখা- বাংলা মায়ের পবিত্র মাটি হতে দিব না আর জঙ্গি তৈরির ঘাঁটি, জাগালে তুমি জাতিকে উন্নয়নে মোরা আজিকে।

স্বাধীনতা নারীশক্তি কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে চট্টগ্রাম ১১ আসনে সরকার দলীয় সংসদ সদস্য জনাব এম এ লতিফ এমপি মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, আজ আমাদের মা-বোনেরা ঘর থেকে বের হয়ে এসেছেন। জামাত, শিবির রাজাকার এর দোসর বিএনপি নেতারা হুংকার দিচ্ছে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বিএনপির আমলে এদেশ জঙ্গীবাদ ও মৌলবাদীদের ঘাঁটিতে পরিনত হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে সেই আস্তানা ও জঙ্গী প্রশিক্ষণ শিবির ধংস করে দিয়েছেন।

এম এ লতিফ বলেন, এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাছিনার বাংলাদেশ এটি গনতন্ত্রের বাংলাদেশ। আমাদের এই দেশকে জঙ্গীঘাটি হিসাবে ব্যবহার হতে দেব না। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই যে, এই বাংলাদেশ অসাম্প্রায়িক বাংলাদেশ, গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এই চারটি স্তম্ভের উপর এ দেশের ভীত রচিত হয়েছে।

বিক্ষোব মিছিল এ অংশ নেন, নগর আওয়ামীলিগ নেতা জনাব মাহবুবুল হক মিঞা, স্বাধীনতা নারীশক্তি পরিচালক মণিকা ভট্ট্রাচার্য, সাইকা দোস্ত, রোখসানা আক্তার ভুলু, মমতাজ বেগম শান্ত সহ আওয়ামীলিগ, যুবলীগ ও স্বেচ্চাসেবকলীগের নেতারা। www.amarbangla.tv