আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ফতেপুর ও এর আশেপাশের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হযেছে। বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) সকালে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পক্ষে চবির কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি নগদ এসব অর্থ বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট, রেলস্টেশন, এক নম্বর গেইট, মদনহাট ও জামতল এলাকার ৩৫০ জন রিকশা ও সিএনজি অটোরিকশা চালক এবং নিম্ন আযের মানুষের মাঝে এই সহায়তা দেয়া হয়। সহায়তা প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগদ অর্থ বিতরণের বিষয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি জানান, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে প্রতি বছর ঈদে আমাদের এলাকার গরীব মানুষদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। এবারও গরীব মানুষের পাশাপাশি মসজিদ ও মাদ্রাসায় সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই সহায়তা বলেও জানান তিনি।