আমার বাংলা টিভি ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মমতা আইসিটি বিভাগের উদ্যোগে মমতা’র সকল শাখা পর্যায়ে ডিজিটাল এটেনডেন্স বা ফিংগার প্রিন্ট হাজিরা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি নগরীর হালিশহরস্থ মমতা’র এন্টাপ্রাইজ ডেভেলপমেন্ট ডিভিশন-ইডিডি সেন্ট্রাল শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মমতা’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ।
এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মনসুর মাসুদ, মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ, সুব্রত বড়ুয়া, প্রিয়তোষ দাশ, নাহিদ ফারহানা প্রমুখ।
এছাড়াও উদ্বোধনীতে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মমতা’র সকল শাখা পর্যায়ে দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা অব্যহত রাখার এবং বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদারিত্ব বজায় রাখার লক্ষ্যে ডিজিটাল এটেনডেন্স কার্যক্রম উদ্বোধন করে মমতা।