চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

আমার বাংলা টিভি ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর (রোজ বুধবার) বিকাল ৪:০০ টায় কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষ্যে নিবাসী শিশুদের অংশগ্রহণে পবিত্র কোরআনখানি অনুষ্ঠিত হয়।

অতঃপর সন্ধ্যা ৭:০০ টায় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলাস্থ ১নং ফরহাদাবাদ ইউনিয়ন জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সরোয়ার ফরহাদ। অনুষ্ঠানের শুরুতে উন্নত ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অতঃপর কেন্দ্রের নিবাসী শিশুদলের প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরেই কেন্দ্রের নিবাসী শিশুদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা শিশুদের মাঝে জন্মদিনের আবেশ ছড়িয়ে দেয়। আয়োজনের শেষভাগে নিবাসী শিশুদের নিয়ে ১০ পাউন্ড ওজনের কেক কেটে খাওয়ান কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার।

এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শিশুদের মাঝে মিলাদের তবারক ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জন্মদিনের আবেশে শিশুদের কন্ঠে ধ্বনিত হয় – “জন্মদিন, শুভ জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন; আমাদের মনে তুমি আছো অমলিন।”