বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ল ঘর

 

আমার বাংলা টিভি ডেস্ক /বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে চার পরিবারের চারটি রান্নাঘরসহ বসত ঘর পুড়ে গেছে। ২৮ আগস্ট, রবিবার ভোর ৩ টার দিকে উপজেলার খরণদ্বীপ মুন্সিপাড়া আজিম মাস্টারের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা বলেন, খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে আনসারুল্লাহ, মো. নাজমুল আজিজ, আহমদ উল্লাহ ও মো.আজিজুল ইসলাম রুবেলের রান্নাঘরসহ বসতঘর পুড়ে গেছে । এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে চার পরিবারের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।