আমার বাংলা টিভি ডেস্কঃ ‘লাভ অল সার্ভ অল’ স্লোগান কে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ২০২২-২৩ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে। ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ জামালউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন কোহিনুর কামাল,লায়ন হাবিবুর রহমান হাবিব, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী ও জেলা কেবিনেট ট্রেজারার, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন, লিও এডভাইজার লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ, জিএলটি ও কাউন্সিল সেক্রেটারী লায়ন আশরাফূল আলম আরজু এমজেএফ এবং সিএলএফ চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন নাছির উদ্দিন চৌধুরী এমজেএফ।
লায়ন রুনা আনসারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সার্ভিস ও রিজিওন লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এর ১০ম হেন্ডওভার ও টেকওভার পোগ্রাম সম্মানিত ক্লাব এডভাইজর, লায়ন জেলা কেবিনেট কোষাধ্যক্ষ লায়ন পারভীন মাহমুদ এফ.সি.এ, এম.জে.এফ এর উপস্থিতিতে হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন নিশাত ইমরান, জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সহ সভাপতি লিও আতিক শাহারিয়া সাদিফ, কোষাধ্যক্ষ লিও শওকত হোসেন, সহ.কোষাধ্যক্ষ লিও মেহেদী হাসান নয়ন, গেট টিম এর লিও ইসমাইল আজিজ আলভি, উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সাবেক সফল প্রেসিডেন্ট লিও রাসেল চৌধুরী উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ এর সম্মানিত ক্লাব রিজিওন ডিরেক্টর ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ক্লাব ডিরেক্টর লিও খাবির উদ্দিন প্রভাত।
আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এর সভাপতি লায়ন জামাল উদ্দীন, ১ম সহ সভাপতি লায়ন আবেদা বেগম। উপস্থিত ছিলেন লায়ন জাহানারা বেগম, লায়ন ইলিয়াস মির্জা, লায়ন হাবিবুর রহমান, লায়ন শিপ্রা বড়ুয়া, লায়ন দিদারুল আলম, লায়ন বোরহান উদ্দিন সহ লায়ন নেতৃবৃন্দগন। এছাড়া আয়োজন ঘীরে ছিলো লিওদের উপস্থিতি।
উপস্থিত ছিলেন লিও ক্লাব চিটাগং পারিজাত এলিটের সভাপতি লিও মোহাম্মদ মামুন, প্রাক্তন সভাপতি লিও মরিয়ম কোরাইশী, সভাপতি এডভাইজর লিও রেজাউল করিম ইফতি, ১ম সহ সভাপতি লিও বিউটি আক্তার, ক্লাব সচিব লিও মোঃ সাজ্জাদ হোসেন সাগর, কোষাধ্যক্ষ লিও নিহাল হাসনাইন, ক্লাব সদস্য লিও জাহিদ হোসেন, লিও আলফাজ, লিও আমির হোসেন মাহি, লিও তাহিম উদ্দিন নিহাদ, লিও মিরাজ খালেদ, লিও ইফতিয়াজ উদ্দিন ইফতি, লিও ফরহার হোসেন, লিও জারিন আনান, লিও সাদিয়া সুলতানা, লিও হাসান আল বান্না, লিও আকাশ, লিও ইব্রাহিম, লিও আমির হোসেন ফাহিম, লিও জোবাইদা, লিও শাহাদাত হোসেন কাদের, লিও সানজিদা খানম, লিও নুসরাত আক্তার, লিও ইয়াজ উদ্দিন সজিব।
সকলেরই প্রত্যাশা ২০২২-২৩ সেবাবর্ষ একত্রে থেকে সফলতা বয়ে আনবে লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের পক্ষে।