নৃত্য শিল্পী শিল্পা চাকমার
আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা রাঙ্গামাটিঃ রাঙামাটি কাউখালী উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের মাছগমা ছড়া
এলাকার নিবাসী ঢাকার রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের অনার্সে ১ম বর্ষের ছাত্রী ও শান্তি মনি চাকমার একমাত্র কন্যা উদীয়মান নৃত্যশিল্পী শিল্পা চাকমা (২৬) মর্মান্তিক ভাবে গাড়ি দুর্ঘটনা নিহত হয়।
সোমবার (১আগষ্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিল্পা। প্রতিভাবান নৃত্যু শিল্পী শিল্পার মৃত্যুতে পাহাড়ের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ জুলাই) কক্সবাজার এক সরকারি সংস্থার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে কালারস অফ হিল নামে ৮/১০ সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক দল ঢাকা হতে কক্সবাজারের উদ্দেশ্য আসেন। অনুষ্ঠানে সব ধরণের কাজ সুসম্পন্ন করে বিকালে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে একটি জিপ ভাড়া করেন নৃত্যদলের সদস্যরা। একপর্যায়ে ঘুরাঘুরির সময়ে কক্সবাজারের মেরিন ড্রাইভে নৃত্যদলটি গাড়ি চালকের অবহেলাতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় স্বীকার হয়। এসময় কালারস অফ হিলের নৃত্যদলের ৪/৫জন সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন, অন্তর দেওয়ান(৩০), নীতিশ চাকমা(৩০), গোলাপি দেওয়ান(৫৪) ও অপু ত্রিপুরা(৩২)।
নিহত শিল্পা চাকমা বাবা শান্তিমনি চাকমা রাঙামাটির ঘাগড়া বালিকা ফুটবল দলের কোচ। বর্তমানে জাতীয় দলে থাকা আনুচিং, আনাই, ঋতুপর্না, মনিকা, রূপনাদের কোচ হিসেবে কর্মরত আছেন।
এই রিপোর্ট লিখার সময় এখনো নিহত শিল্পা চাকমা মরদেহটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়নি।