আমার বাংলা টিভি ডেস্কঃ সুনামগঞ্জে বন্যা দুর্গত ৪০০ পরিবারের খাদ্য সহায়তা দিয়েছে চট্টগ্রামের চকবাজার এলাকার ছলেমা খাতুন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। লায়ন মো.আব্দুল মান্নান এর আয়োজনে এই উদ্দ্যেগ।
শুক্রবার দুপুরে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনার পয়েন্টে তিনটি ইউনিয়নের দুর্গতদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া দুর্গতের লুঙ্গি ও স্যানেটারি প্যাডও বিতরণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন মো. আব্দুল মন্নান, লিও লায়লা সিকদার লিপি, লিও তুসমি, লিও বিউটি, প্রবীণ ব্যক্তি আব্দুল মোছাব্বির, মখলিছ আলী, নূর উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুল মুহিত, নানু মিয়া, মাসুক মিয়া প্রমুখ।www.amarbangla.tv
Post Views: 80