বিলাইছড়ি বড়থলি ইউনিয়নে সন্ত্রাসী ব্রাশফায়ারে তিন জুম চাষি নিহত

 

আমার বাংলা টিভি ডেস্ক /রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি বিলাইছড়ি বড়থলি ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসী ব্রাশফায়ারে তিন জুম চাষি নিহত খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার সন্ধ্যায় বড়থলি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাইজাম পাড়া নামক দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্হানীয়রা ধারনা করছেন নতুন সৃষ্ট কুকি চীন পার্টি জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে মুঠোফোনে ঘটনার বিস্তারিত জানতে চাইলে বড়থলি ইউপি চেয়ার‌ম্যান আতোমং মারমা তিন গ্রামবাসী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন(২১ জুন) মঙ্গলবার সন্ধ্যা সাইজাম পাড়ায় ৩ জন নিরহ জুম চাষি’কে সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে তারা মৃত্যু ঘটে এদের মধ্যে দুইজনের নাম জানা যায় নিহতরা হলেন, (১)নাম বিশ্ব চন্দ্র ত্রিপুরা (৫৮), পিতা বীজলা ত্রিপুরা(২) চিতারাং ত্রিপুরা (৬৫), পিতা সুরেন্দ্র ত্রিপুরা।
তবে এখনো পর্যন্ত পুলিশও আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে স্থানীয়রা যাদের দোষারোপ করলেও এব্যাপারে কুকি চীনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ এই সংবাদ পাঠানো পর অনুসন্ধান চলছে ঘটনা বিস্তারিত জানতে।