জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলা) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত 

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলা) ২০২১-২০২২ কর্তৃক নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ এর সম্মানিত সভাপতি ফিরোজ উদ্দীন তারেক বরাবরে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলা) ২০২১-২০২২ কর্তৃক নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ এর সম্মানিত সভাপতি ফিরোজ উদ্দীন তারেকসহ নব নির্বাচিত নতুন কমিটির উপস্থিতিতে বরাবরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলা) ২০২১-২০২২ এর সাবেক সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মানিক এর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুর জামান আরিফ এর পরিচালনায় উক্ত সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এ.এইচ. এম. জিয়াউদ্দিন এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা এডভোকেট কাশেম কামাল, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, এডভোকেট তসলিম উদ্দিন, এডভোকেট ফজলুল বারী, এডভোকেট হারুনর রশীদ, এডভোকেট মঈনুল আলম চৌধুরী টিপু, এডভোকেট ওমর ফারুক শিবলী, সহ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিটু, এডভোকেট মনজুরুল আলম মন্জু, এডভোকেট নজরুল ইসলাম, উপস্তিত ছিলেন।

এই সময় বক্তার বলেন, আই পেশা সম্মানিত পেশা, এই পেশাকে ব্যবসা হিসাবে রুপান্তর না করার জন্য অনুরোধ করে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলা) একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করি সুখ – দুঃখে সবার পাশে দাড়াতে।  করোনা কালে ও বিভিন্ন সময় আমাদের সংগঠন মানুষ সেবায় কাজ করে গেছে। আমরা চাই ভবিষ্যতে ও  আমাদের বর্তমান চলমান কাজ গুলো নতুন কমিটি আরো গতিশীল করে তুলবে।

এসময়, সাধারণ সম্পাদক আরিফুর জামান আরিফ নব নির্বাচিত সাধারণ সম্পাদক আ.ন.ম. কামরুল হাসনাত চৌধুরীকে নুয়েসলার ফাইল বুঝিয়ে দেন সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী আইনজীবী পরিষদ (নুয়েসলা) ২০২১-২০২২ কর্তৃক নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ এর সম্মানিত সভাপতি ফিরোজ উদ্দীন তারেক বরাবরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন।