হতদরিদ্র পরিবারের পাসে হেসাখাল ইউ-পি
কুমিল্লা থেকে তানভীর আহমেদঃ
কুমিল্লার নাংগলকোট উপজেলার হেসাখাল ইউপির উদ্যোগে পাটোয়ার ৮ নং ওয়ার্ডের মধ্যে কিছু দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে, যার মধ্যে ছিলো ১০ কেজি চাল,২কেজি আলু, ১কেজি ডাল ও ১ লিটার ভোজ্য তেল।
উক্ত ত্রান বিতরণে উপস্থিত ছিলেন হেসাখাল ইউপির সাবেক যুবলীগ সভাপতি মাস্টার মাহবুবুর রহমান (নয়ন), মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ, ৮নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম মজুমদার, সমাজ সেবক ইব্রাহীম মিয়াজি ও নাংগলকোট গ্রামপুলিশের প্রচার সম্পাদক নুরুল ইসলাম কালু সহ প্রমুখ।
এই সময় সাবেক যুবলীগ সভাপতি মাস্টার মাহবুবুর রহমান নয়ন বলেন যত দিন যাচ্ছে (কোভিড 19) এর প্রভাব দিন দিন বাড়ছে , এর মধ্যে এই ভাইরাসের প্রভাব ঠেকাতে সারাদেশ লকডাউন ঘোষণা করেছে সরকার, দেশের শত শত পরিবার কর্মহীন ও বেকার হয়ে পড়েছে এবং মানবের জীবন যাপন করছে।
এমতাবস্থায় সারাদেশের সকল ইউনিয়নে সরকার ধাপে ধাপে ত্রান সামগ্রী সরবরাহ করছে, যার ধারাবাহিকতায় আমাদের হেসাখাল ইউনিয়নের পক্ষ থেকে এই ত্রান সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে কর্মহীন পরিবার গুলো খাদ্য সংকটে না থাকে।
