২৬ ফেব্রুয়ারির পর আর নেওয়া যাবে না করোনা টিকার প্রথম ডোজ কাপ্তাই বাসীর উদ্দেশ্যে ইউএনও

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা রাঙ্গামাটিঃ ২৬ ফেব্রুয়ারির পর করোনা ভাইরাসের কোভিড-১৯ টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না বলে স্বাস্থ্য অধিদফতর বরাত দিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিভিন্ন মাধ্যম ভার্চুয়াল এদিন দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শেষবারের মতো করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে এ তথ্য জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী কোভিড ভ্যাকসিনের ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হবে । যেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক লোকজনকে টিকা দেয়া।

এর পর থেকে আর কাউকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবেনা।ঐ দিনে এক যোগে সারাদেশে এক কোটি লোককে করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে। কাপ্তাইয়ের কোন লোক টিকা গ্রহন না করে থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ এ নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য অনুরোধ সহকারে বিভিন্ন মাধ্যমে অবহিত করছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তিনি আরোও জানান, সমীক্ষায় দেখা গেছে যারা করোনা সংক্রমণ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই কোভিড ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা কম ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কম।

কাপ্তাই বাসীর অবগতির জন্য মুনতাসির জাহান আরো জানান, বিদ্যালয়ে পড়েনা এমন ১২ থেকে ১৭ বছর বয়সীরা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে টিকা নিতে পারবেন। এছাড়াও আগামী ২৬ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলাধীন প্রত্যেক ইউনিয়নে টিকা প্রদানের জন্য একাধিক বুথ স্থাপন করা হবে। গণ টিকা কার্যক্রমে অংশ গ্রহন করতে অনলাইনে রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যারা এখনও টিকা নেয়নি, আমরা তাদের সবাইকে আহ্বান করি, আপনারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিয়ে নিন। এর মাধ্যমেই প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।