কাপ্তাই মহিলা সাংসদ সদস্য বাসন্তী চাকমা হত দরিদ্রদের মাঁঝে ত্রাণ বিতরণ
রাঙ্গামাটি প্রতিনিধি রিপন মারমাঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা ৩০৯নং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য মিসেস বাসন্তী চাকমা হত দরিদ্রদের মাঁঝে ত্রাণ বিতরণ করেন।
সে সময় তিনি বলেন, দূর্যোগকালীন এই মূর্হতে সরকার প্রতিটি দুঃস্থ অসহায় মানুষের ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পোঁছে দিচ্ছে, এবং সবাই যেন এই ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত না হয় কেই না খেয়ে থাকবেনা এবং বিনা চিকিৎসায় মারা না যায় সে সব কথা তিনি মন্তব্য করেন।
আজ (রবিবার) ৫ এপ্রিল দুপুর কাপ্তাইয়ের শীলছড়িস্থ বনফুল মহিলা ক্লাব সংলগ্ন চত্বরে তার ব্যাক্তিগত উদ্যোগের ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ কালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সাংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি আরো বলেন,বর্তমান খাগড়াছড়ি ও রাঙ্গামাটি বাঘাই ছড়িতে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম রোগকের অনেক আগেই বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছি আমরা।মহিলা সচেনতার বৃদ্ধির লক্ষ্যের তিনি বলেন,পার্বত্যাঞ্চলের মানুষ এখন অনেক সচেতন ।
এসময় উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা আঃলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী,কাপ্তাই পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,খাগড়াছড়ি জেলা মহিলা আঃলী নেত্রী ইতালি চাকমা,কাপ্তাই উপজেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবু,সুজন তনচংঙ্গ্যা ধনা ,উপজেলা মহিলা আঃলীগের সভাপতি মনোয়ারা জাহান,ওয়াগ্গা ইউপির মহিলা সদস্য মিনুপ্রু মারমা সহ আর স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।