আমার বাংলা টিভি ডেস্কঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃর্শত মুক্তি চাই, দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে সাতকানিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাম চৌধুরী পাড়া জামে মসজিদ মাঠে শীতবস্ত্র বিতরণকরা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, ছৈয়দ বাহ্ উদ্দিন ভুলু, গোলাম মোহাম্মদ চৌধুরী বাবুল, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা হারুন উর রশিদ, উপজেলা বিএনপি নেতা আহমদুল হক সিকদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াস আলী, গোলাম রাসুল মোস্তাক, নূরুল হক, এম এ রহিম।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন চৌধুরী মামুন, সাতকানিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ মমতাজুর উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নেজাম উদ্দিন, আবদুল মান্নান, আবু তৈয়ব, কামাল হোসেন, মিজানুর রহমান, পৌরসভা যুবদল নেতা আবদুল আজিজ চৌধুরী, সাজ্জাদ হোসেন, শাহাজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউছুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাকিল, সাইমুন খান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, উত্তর সাতকানিয়া ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন, পৌরসভা ছাত্রদল নেতা মোঃ তোয়াহা, মোহাম্মদ আওয়াল, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ্ আল রাফি, জিমন, জাফর আহমদ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা মিনহাজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি জামাল হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে এ সরকার একধরণের উদাসীনতার পরিচয় দিচ্ছেন। মানুষের হৃদয়ের স্থানে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নিয়েছেন যার কারণে জিয়া পরিবারের জনপ্রিয়তা গণমানুষের কাছে ভালবাসার স্থান পেয়েছে। তাই বর্তমান সরকার মানুষের ভালবাসা অর্জন করতে না পেরে বন্দুকের নলে অবৈধভাবে সন্ত্রাসী, মাস্তানী করে ক্ষমতা আকড়ে ধরে। তাই এই অবৈধ সরকারের নির্যাতনের শিকার জিয়া পরিবার।
আজ তারই ধারাবাহিকতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসা হত্যার একটি ষড়যন্ত্র করছেন। দেশের মানুষ তার সুচিকিৎসার জন্য মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করছেন। তার কারণে আজকে কোভিট মহামারীর দোহায় দিয়ে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করছেন। কিন্তু শুধুমাত্র বিএনপির আন্দোলনের ভয়ে ভীত হয়ে আর সরকারী দলের সমস্ত সভা সমাবেশ চলছে।