আমার বাংলা টিভি ডেস্ক : ‘আমরা ৯৩ চট্টগ্রাম এসএসসি ব্যাচ’র উদ্যোগে শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।সোমবার (২৪ জানুয়ারি) বায়েজিদ লিংক রোড এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় রোটারিয়ান জাবেদ, শাহনাজ কায়কোবাদ, আয়েশা সিদ্দীকা, মমিনুল হক ছোটন, বোরহান, নুরউদ্দীন, তৌহিদুল হাসান বাবু, রেজাউল হাওলাদার, নিন্টু, লালমোহন প্রমুখ।
উদ্যোক্তারা জানান, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি।
আরোও জানান, আমরা ৯৩ এসএসসি ব্যাচ সবসময় জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। আগামীতেও এটা অব্যাহত থাকবে।