আমার বাংলা টিভি ডেস্কঃ আইন পেশা অত্যন্ত সম্মানিত ও সুশৃঙ্খল পেশা। প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও ব্যক্তিত্ব সম্পন্ন আইনজীবীগণ সমাজের অধিকার বঞ্চিত মানুষদেরকে আইনী সহয়তা প্রদান করে থাকেন। দেশে আইনের শাসন প্রতিষ্টার ক্ষেত্রে আইনজীবীরাই পারে বলিষ্ঠ ভূমিকা রাখতে।
চিটাগাং ল’একাডেমী ১৪ তম প্রতিষ্টা বার্ষিকী এবং নবাগত আইনজীবীদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এই কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি সংসদীয় আসন চট্টগ্রাম ১৪, চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিটাগাং ল’একাডেমী প্রতিষ্টাতা এড. এস. এম সিরাজদৌল্লাহ সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এর সাবেক সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুজিবুল হক সহ উপস্থিত ছিলেন।