আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ষোলশহর ২ নং গেট বিপ্লব উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পলকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এই সময় সাবেক ভিপি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর সহসভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা সাবেক এমপি ক্যাপ্টেন নূরে আরা সাফা। প্রধান বক্তা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি এড. আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন মধ্যে অ্যাডভোকেট ইফতেখার মহসিন, সাংস্কৃতিক দলের সহ-সভাপতি যুবদল নেতা শাহাবউদ্দীন হাসান বাবু, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির নেতা সঞ্জয় আচার্য্য, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক দলের যুগ্ম সম্পাদক জানে আলম, মোঃ সাজ্জাদ, মো: বকতেয়ার, আমীর উদ্দীন রনি, আবু কালাম, নুর নবী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাস সংক্রমনের ক্রান্তিকালে মানুষের নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, মুরগীসহ খাদ্য সামগ্রীর দাম সীমাহীনভাবে বেড়ে গেছে। অসহায়, হতদরিদ্র দিনমজুর মানুষেরা অতিকষ্টে জীবনযাপন করছে এবং জ্বালানি তেল সহ সব কিছু বৃদ্ধি করছে সরকার।
মুনাফালোভী ব্যাবসায়ীর বিরুদ্ধে সরকারী উদাসীনতার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। সরকারের মন্ত্রী এমপিরা তাদের ব্যবসায়ীক স্বার্থে বাজারকে অস্থিতিশীল করার পিছনে ইন্ধন দিচ্ছে। তাই দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। এক ভয়ংকর অনিশ্চয়তা ঘিরে ফেলেছে জনজীবনকে। মানুষ এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে, সাধারণ মানুষ দিশেহারা।