আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা দরিদ্র কর্মসূচী, উন্নয়ন প্রকল্প কাজ বাস্তবায়ন এবং আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে বুধবার ৬ অক্টোবর কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সভা ইউএনও মুনতাসীর জাহান সভাপতিত্বের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুফিজুল হক, কাপ্তাই এসিল্যান্ড, কাপ্তাই মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রমূখ।
উক্ত মত বিনিময় সভা ইউপি চেয়ারম্যান, মৌজা হেডম্যান কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মান সম্মত শিক্ষা, দুর্নীতিদমনসহ সেবা মুলক কার্যক্রম ও উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং করোনা ভাইরাসে সংক্রমণ বৃদ্ধি রোদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান কাপ্তাই উপজেলা ৫ নং ইউনিয়ন পরিষদ অফিস দর্শন, ৪ নং কাপ্তাই ইউনিয়নের পানির প্রকল্প উদ্ধোধন, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনা উদ্ধোধন এবং ফুল বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন এবং মত বিনিময় সভা শেষে কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল ও অডিটোরিয়াম উদ্ধোধন করেন।